সফটওয়্যারটির বিভিন্ন ফিচার উপস্থাপন করা হল।
সফটওয়্যারটিতে মোট চারটি প্যানেল করা হয়েছে
ক) এডমিন প্যানেল
খ) শিক্ষক প্যানেল
গ) অ্যাকাউন্টেন্ট প্যানেল
ঘ) শিক্ষার্থী/অভিভাবক প্যানেল
ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী আরো প্যানেল যুক্ত করা যাবে।
✅ ভর্তি কার্যক্রম :
ক) শিক্ষার্থী মোবাইল অথবা কম্পিউটার এর মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করে অনালাইনে শিক্ষার্থীর ছবিসহ যাবতীয় তথ্য দিয়ে ভর্তির জন্য আবেদন করবে। এডমিন তার প্যানেল থেকে আবেদনকৃত শিক্ষার্থীর তথ্য যাচাই করে এপ্রুভ করার মাধ্যমে ভর্তি কার্য সম্পন্ন করতে পারবেন।
খ) প্রতিষ্ঠান শিক্ষার্থীর নিকট থেকে অফলাইনে আবেদন ফরম পূরণ করে সেই তথ্য নিজেরা নিজেদের প্যানেল থেকে শিক্ষার্থীর পক্ষে ভর্তির আবেদন ফরম পূরণ করার মাধ্যমে ভর্তির প্রক্রিয়া সমপন্ন করতে পারবেন।
গ) ভর্তি প্রক্রিয়া সমপন্ন হওয়ার সাথে সাথে শিক্ষার্থী/অভিভাবকের মোবাইল নং এ Welcome মেসেজ চলে যাবে।
✅ অ্যাকাউন্টেন্ট নিজ প্যানেল থেকে শিক্ষার্থীর মাসিক টাকা সাবমিট করে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া টাকার ভাউচার প্রদান করতে পারবেন এবং শিক্ষার্থী/অভিভাবক এর মোবাইল নং এ টাকা প্রদানের কনফার্ম মেসেজ পাঠাতে পারবেন।
✅ অভিভাবক নিজ প্যানেল থেকে মাসিক টাকার হিসাব দেখতে পারবেন।
✅ শিক্ষার্থীর প্রতিদিনের হাজিরা শিক্ষকরা নিজ নিজ প্যানেল থেকে গ্রহণ করতে পারবেন এবং যে শিক্ষার্থী ক্লাসে হাজির হয়নি তার অভিভাবকের কাছে মেসেজ পাঠাতে পারবেন।
✅ ক্লাস শেষে শিক্ষকরা নিজ নিজ প্যানেল থেকে প্রতিদিনের সাবজেক্ট ভিত্তিক পড়া এন্ট্রি দিতে পারবেন এবং অভিভাবক নিজ নিজ প্যানেল থেকে সন্তানের সাবজেক্ট ভিত্তিক প্রতিদিনের পড়া দেখতে পারবেন।
✅ কোন শিক্ষার্থীর বিরিদ্ধে অভযোগ থাকলে শিক্ষক নিজ প্যানলে থেকে সেই শিক্ষার্থীর অভিযোগ এন্ট্রি দিতে পারবেন এবং অভিভাবক নিজ প্যানেল থেকে সেটি দেখতে পারবেন।
✅ অ্যাকাউন্টেন্ট নিজ প্যানেল থেকে শিক্ষার্থীর মাসিক বেতন এর পাশা পাশি শিক্ষার্থীর থেকে প্রাপ্ত অন্যান্য আয়, প্রতিষ্ঠানের যে কোন ধরনের আয় / ব্যয় এবং শিক্ষকদের বেতন এন্ট্রি দিতে পারবেন।
✅ অ্যাকাউন্টেন্ট বা এডমিন নিজ প্যানেল থেকে যে কোন ধরেন আয় বা ব্যয়ের তারিখ ভিত্তিক রিপোর্ট দেখতে পারবেন।
✅ অ্যাকাউন্টেন্ট বা এডমিন নিজ প্যানেল থেকে শিক্ষার্থীর মাসিক বেতনের হিস্টরী দেখতে পারবেন। শিক্ষার্থীর মাসিক বেতনের বকেয়া লিষ্ট আকারে দেখতে পারবেন।
✅ এডমিন শিক্ষকদের ছবি সহ যাবতীয় তথ্য এন্ট্রি করে রাখতে পারবেন।
✅ এডমিন শিক্ষকদের প্রতিদিনের হাজিরা নিজ প্যানেল থেকে নিতে পারবেন।
✅ এডমিন কমিটির তালিকা এন্ট্রি করতে পারবেন
✅ এডমিন তারিখ ভিত্তিক শিক্ষক বা শিক্ষার্থীর হাজিরার রিপোর্ট দেখতে পারবেন।
✅ অভিভাবক বা কমিটির সদস্যদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন এসএমএস পাঠাতে পারবেন।
✅ শিক্ষার্থী বা শিক্ষকদের আইডি কার্ড প্রিন্ট দিতে পারবেন।
✅ শিক্ষার্থীর প্রশংসাপত্র তৈরি করতে পারবেন।
✅ পরীক্ষার প্রবেশপত্র, রেজাল্ট, মার্কশীট তৈরি করতে পারবেন।
✅ এডমিন বা শিক্ষক নিজ প্যানেল থেকে ক্লাসভিত্তিক রুটিন, বিভিন্ন নোটিশ, প্রতিষ্ঠানের বিভিন্ন প্রোগ্রাম, ছুটির তালিকাসহ প্রয়োজনীয় বিভিন্ন ধরনের তথ্য এন্ট্রি করতে পারবেন।
ক্র. নং | ছাত্র সংখ্যা | = | মূল্য | ছাত্র এন্ট্রির সংখ্যা ও মোট মূল্য |
---|---|---|---|---|
১ | প্রথম ১০০ | = | ১০,০০০/- | মোট ১০,০০০ টাকায় ছাত্র এন্ট্রি করতে পারবে ১০০ |
২ | এর পরবর্তি ১০০ | = | ৫,০০০/- | মোট ১৫,০০০ টাকায় ছাত্র এন্ট্রি করতে পারবে ২০০ |
৩ | এর পরবর্তি ১০০ | = | ৪,০০০/- | মোট ১৯,০০০ টাকায় ছাত্র এন্ট্রি করতে পারবে ৩০০ |
৪ | এর পরবর্তি ১০০ | = | ৩,০০০/- | মোট ২২,০০০ টাকায় ছাত্র এন্ট্রি করতে পারবে ৪০০ |
৫ | এর পরবর্তি ১০০ | = | ২,০০০/- | মোট ২৪,০০০ টাকায় ছাত্র এন্ট্রি করতে পারবে ৫০০ |
৬ | এর পরবর্তি ১০০ | = | ১,০০০/- | মোট ২৫,০০০ টাকায় ছাত্র এন্ট্রি করতে পারবে ৬০০ |
মোট | ৬০০ ছাত্র | = | ২৫,০০০/- | এরপর প্রতি নতুন ১০০ ছাত্র এন্ট্রির জন্য টাকা লাগবে ১০০০ করে |